
প্রকাশিত: Tue, Mar 21, 2023 3:59 PM আপডেট: Tue, May 13, 2025 10:56 AM
‘জয় বাংলা’ ছিলো জাতীয় স্লোগান। এখন এটি একটি দলের। শেখ মুজিব ছিলেন জাতির জনক। এখন তিনি একটি দলের লোগো। এতে কি তাঁর সম্মান বাড়লো, নাকি দলের ভাবমূর্তি উজ্জ্বল হলো?
মহিউদ্দিন আহমদ : [১] ‘জয় বাংলা’ ছিলো জাতীয় স্লোগান। এখন এটি একটি দলের। শেখ মুজিব ছিলেন জাতির জনক। এখন তিনি একটি দলের লোগো। এতে কি তাঁর সম্মান বাড়লো, নাকি দলের ভাবমূর্তি উজ্জ্বল হলো? কেন এমন হয়? অন্যের দিকে আঙুল না তুলে নিজের পাপ আর অক্ষমতার অনুসন্ধান করুন!
[৩] নির্বাচিত মন্তব্যÑ মোরশেদ শফিউল হাসান : আমি মফস্বল শহর থেকে ঢাকায় এসেছি। আমার অভিজ্ঞতায় দেখেছি, স্বাধীনতা পূর্বকালেও শিক্ষা প্রতিষ্ঠানে, পাড়ায় ছাত্র ইউনিয়ন এমনকি খেলাঘরের শাখা করতে গিয়েও হুমকি, বাধা ও হামলার মোকাবেলা করতে হয়েছে ছাত্রলীগের তরফ থেকে। বলা হয়েছে, আর কোনো সংগঠন করা যাবে না। এনএসএফ-এর তৎপরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে খুব বেশি জায়গায় ছিলো না। ইসলামি ছাত্র সংঘও তখন অন্য পদ্ধতিতে কাজ করতো। স্বাধীনতা পূর্বকালেই পল্টনে জামায়াত, পিডিপি বা ডাকের সভায় হামলা ও সভা ভেঙে দেওয়ার কাজটা কারা করেছিলো? তখন সেটাকে জায়েজ বলবো কোন যুক্তিতে? অনেকেই জানেন, এসবের পেছনে মূল ব্রেইন ও সংগঠক ছিলেন সিরাজুল আলম খান। তিনি তখন কোন দল করতেন? ১৯৭০ সালে নির্বাচনে নৌকা হয়তো এমনিই জিততো, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাও পেতো। তারপরও অনেক ভোটকেন্দ্র থেকে কুঁড়েঘরসহ বিরোধী প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়নি কি? সদ্য প্রকাশিত পঙ্কজ ভট্টাচার্যের স্মৃতিকথা থেকে জানতে পারছি, সিরাজুল আলম খান নাকি সে সময় এস এম হলের রেলিঙের শিক ভেঙে নির্বিচারে বিহারিদের ওপর হামলা করার জন্য তাঁর কর্মীদের প্ররোচনা দিতেন। তখন কি এগুলো জায়েজ ছিলো? কোন যুক্তিতে?
[৪] আনিস আলমগীর : জয় বাংলা, বঙ্গবন্ধু, জাতির পিতা এই শব্দগুলো ১৯৭৫ সালের পরে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার নিষিদ্ধ হয়ে যায়। আওয়ামী লীগ তাকে ধরে রেখেছে, তাই হয়তো আপনি ভাবছেন আওয়ামী লীগ তাকে নিজস্ব সম্পদ বানিয়েছে। আমরা অনেকেই সেরকম ভাবি, কিন্তু আওয়ামী লীগ কি কাউকে নিষেধ করেছে এগুলো ব্যবহার করতে? আমি তো দেখিনি কখনো। ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলা স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে গ্রহণের জন্য হাইকোর্ট রায় প্রদান করেন। কয়জন এই স্লোগান ব্যবহার করছে এখন? তাই সব দোষ আওয়ামী লীগের ঘাড়ে দেওয়া যায় না। এদেশের বাম সংগঠনগুলোর অফিসে বিদেশি নেতাদের ছবি বড় বড় করে বাঁধাই করা আছে। কয়টি দলীয় অফিসে আমাদের জাতীয় নেতাদের ছবি আছে?
[৫] শেখ আদনান ফাহাদ : জনপ্রিয় হওয়ার সহজ পথ বেছে নিয়েছেন। কৌশলে আওয়ামী লীগকে দোষারোপ করছেন। জিয়া, মোশতাক গং কীভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে জয় বাংলা নিষিদ্ধ ঘোষণা করল সেটা নিয়ে পারলে লিখুন। জয় বাংলাকে বাঁচিয়ে রেখেছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত জাতীয় দিবসগুলোতে কী করে সেটা নিয়ে পারলে লিখুন। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগই জয় বাংলার প্রকৃত ধারক। আপনার বই যেন বেশি বিক্রি হয় সেজন্য আপনার এই সর্বদলীয় কৌশল। এটা আমরা বুঝি।
[৬] হাসান মোরশেদ : সব দোষ আওয়ামী লীগের। আওয়ামী লীগের দোষেই জাসদ ‘জাতির পিতা’কে ‘জুতার ফিতা’ বলতো, আওয়ামী লীগের দোষেই শেখ মুজিবকে হত্যার পর ‘জয় বাংলা’ নিষিদ্ধ করে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ কায়েম হয়েছিলো, কেবল আওয়ামী লীগের দোষেই বাকিরা অভিমান করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে না। আওয়ামী লীগের দোষ না থাকলে বাকি সবাই মিলে শেখ মুজিবকে একেবারে মাথায় তুলে রাখতোÑ ব্যাপারটা নিশ্চিতভাবে সত্য!
[৭] শরিফুল হাসান : একাত্তরে জয় বাংলা ছিলো জাতীয় স্লোগান। কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের কিছু দোষ আছে, কিন্তু আওয়ামী লীগ বাদে আর কোনো দল কি জাতীয় বা তাদের দলের স্লোগান হিসেবে নিয়েছে? কোনোদিন জয় বাংলা বলেছেন? বঙ্গবন্ধুকে কি তারা গ্রহণ করেছেন? নাকি বঙ্গবন্ধুর আজীবন বিরোধিতা করেছেন? বঙ্গবন্ধুর আদর্শকে মুছে দিতে চেয়েছেন। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
